শফিউল আজম
শফিউল আজম: জন্ম ১৯৯১ সালের ১০ ই নভেম্বর চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা গ্রামে। বাবা মরহুম মোহাম্মদ নকী, মা ডা. আলম আরা খানম। প্রাইমারি কেটেছে চন্দনাইশের হারলা সমবায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ২০০৬ সালে পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে এইচএসসি । এরপর ২০১২ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ শেষ করি। বিবিএ শেষ করার পর লংকা বাংলা ফাই্ন্যান্স লিমিটেডে অফিসার(কর্পোরেট ফিন্যান্স ডিপার্টমেন্ট) হিসেবে কর্মজীবন শুরু করি। চাকরির পাশাপাশি চট্টগ্রামস্থ ইনিস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজম্যান একাউন্টেন্স (ICMA) অধীনে কস্ট এন্ড ম্যানেজম্যান্ট একাউন্টিং (CMA) পড়ছি।। স্কুল জীবন থেকে যুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে। কাজ করছি জনাব মাহিদুল ইসলাম পরিচালিত আবৃত্তি সংগঠন স্বরচিত্র এর সঙ্গে। জীবনের আদর্শ বাবা মা। পবিত্র ধর্ম ইসলামের একনিষ্ট অনুসারী। লক্ষ্য একজন ভালো মানুষ হিসেবে দেশকে কিছু দেয়া। তাইতো নিরন্তর এই পথচলা আগামীর পথে।